নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): এনসিসি প্রসঙ্গে রাহুল গান্ধী অজ্ঞতাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অলিম্পিক পদকজয়ী শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোর। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সভাপতির এনসিসি অজ্ঞতাকে কটাক্ষ করে কেন্দ্রীয়মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর ট্যুইট করে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি এবং বহু ভারতীয় স্কুল এবং কলেজে থাকাকালীন এনসিসির ক্যাডেট ছিলেন। এনসিসি শেখায় শৃঙ্খলাপরায়ণ, সৌভ্রাতৃত্ববোধ এবং নিজের থেকে সেবা করার মতো আদর্শ। এনসিসি সহ্য এবং টিকে থাকতে শেখায়।
প্রসঙ্গত, শনিবার মহীশূরে মহারানি আর্টস কলেজে ছাত্রীদের সঙ্গে এক আলাপচারিতায় যখন একজন ছাত্রী রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করে যে ক্ষমতায় এলে এনসিসি- সি সার্টিফিকেট পাশ করাদের জন্য তিনি কি করবেন। সেই উত্তরে রাহুল গান্ধী বলেন এনসিসিসহ ওই সব বিষয়ে তিনি বেশি কিছু জানেন না। তাই এই সব প্রশ্নে তিনি উত্তর দিতে অক্ষম। আর এর পরেই রাহুলের এই মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যবর্ধন সিং রাঠোর।পাশাপাশি এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলাদের হাতে ট্রোলড হতে হয় রাহুল গান্ধীকে।