BRAKING NEWS

শীর্ষ আদালতে স্বস্তি, রাজদেও রঞ্জন হত্যা মামলায় ক্লিনচিট পেলেন লালু-পুত্র তেজপ্রতাপ

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): শীর্ষ আদালতে স্বস্তি পেলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজ প্রতাপ যাদব| সাংবাদিক রাজদেও রঞ্জন হত্যা মামলায় লালুর ছোট ছেলে তেজপ্রতাপ যাদবকে বৃহস্পতিবার ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট| ২০১৬ সালের ১৩ মে উত্তর বিহারের সিওয়ানে গুলি করে খুন করা হয় বিশিষ্ট সাংবাদিক রাজদেব রঞ্জন ওরফে রাজদেও রঞ্জনকে| এই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে লালু-পুত্র তেজ প্রতাপ যাদবের বিরুদ্ধে| তেপ প্রতাপের বিরুদ্ধে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজদেও রঞ্জনের স্ত্রী আশা রঞ্জন| কিন্তু, বৃহস্পতিবার লালু-পুত্র তেজ প্রতাপ যাদবকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ|
রাজদেও রঞ্জনকে এদিন ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি বি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ| উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে উত্তর বিহারের সিওয়ানে গুলি করে খুন করা হয় বিশিষ্ট সাংবাদিক রাজদেব রঞ্জন ওরফে রাজদেও রঞ্জনকে| তিনি হিন্দি দৈনিক ‘হিন্দুস্তান’-এর ৱু্যরো প্রধান (সিওয়ান) ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *