BRAKING NEWS

আইসিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান সুব্রামানিয়াম স্বামীর

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : ইজারায়েল ও আমেরিকার সঙ্গে জোটবদ্ধ হয়ে আইসিসের বিরুদ্ধে ভারতের অভিযান চালানো উচিত বলে দাবি করলেন সুব্রামানিয়াম স্বামী। ইরাকের মসুলে আইসিসের হাতে ৩৯ জন ভারতীয়ের মৃত্যুর বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে জোটবদ্ধ ভাবে আইসিসের বিরুদ্ধে অভিযান চালানো উচিত। আমাদের লোকবল রয়েছে, আমেরিকার কাছে অস্ত্র রয়েছে এবং ইজরায়েলের কাছে গোপন তথ্য রয়েছে। তাই এই তিনের ঐক্যবদ্ধ বাহিনী খুবই শক্তিশালী হবে। আইসিস যেসব দেশে রয়েছে সেখানে কোনও সঙ্কোচ ছাড়াই ভারতের সেনা পাঠানো উচিত।
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ইরাকের মসুলে ৩৯ জন ভারতীকে খুন করেছে আইসিস জঙ্গিরা। ২০১৪ সালে ইরাকের মসুলে ৩৯ জন ভারতীয় নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই বছরেই তাদের নৃশংস ভাবে খুন করে আইসিস। মৃতদেহগুলিকে একটি পাহাড়ে নীচে পুঁতে রাখে আইসিস জঙ্গিরা। নিহতদের ভারতীয়ের মধ্যে ৩১ জন পঞ্জাবের বাসিন্দা, ৪ জন হিমাচলপ্রদেশের এবং বাকিরা বিহার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *