BRAKING NEWS

যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত এইমসের ৩ চিকিৎসক, আহত ৪

মথুরা, ১৮ মার্চ (হি.স.): যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এইমসের তিন চিকিৎসক। রবিবার সকালে দিল্লি থেকে আগ্রা দিকে একটি গাড়িতে করে যাচ্ছিলেন ওই ৬ জন এইমসের চিকিৎসক। সেই সময় মথুরার সুরি কোতয়ালি থানার অন্তগর্ত যমুনা এক্সপ্রেসওয়ের ৮৮ নম্বর মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। ঠিক সেই সময় গাড়িটি একটি ট্যাঙ্কারকে ওভার টেক করতে গিয়ে তার পেছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের দিকটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়িতে থাকা তিন চিকিৎসকের।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িতে থাকা বাকি তিন চিকিৎসক ও এক চালককে এম্বুলেন্সে করে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত চিকিৎসকদের মৃত দেহগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এইমসের চিকিৎসক সংগঠনের সভাপতি হরশিত জানিয়েছেন, নিহত চিকিৎসকেরা হলেন যশপ্রীত কাঁথপাল, হেমবালা, হর্ষদ ওয়াঙ্খেডে। অন্যদিকে এই দুর্ঘটনায় আহত চিকিৎসকেরা হলেন, অভিনব, জিতেন্দ্র এবং মহেশ। পুলিশ সূত্রের খবর চিকিৎসক হর্ষদের জন্মদিন পালন করতে আগ্রা যাচ্ছিল ওই চিকিৎসকেরা। নিহত চিকিৎসকদের মৃতদেহগুলিকে মথুরার মর্গে রাখা হয়েছে। নিহত এবং আহতদের পরিবারবর্গকে এই বিষয়ে খবর দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *