
শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্যকে স্বস্তি দিয়ে বিমল গুরুয়ের আনা ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য বিমল গুরুংয়ের আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত| ফলে বিমল গুরুংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে রাজ্যের তরফে আর কোনও বাধা থাকল না বলেই মনে করছে আইনজ্ঞ মহল| শীর্ষ আদালতের বিচারপতি এ কে সিক্রির নেতৃত্বাধীন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাহাড়ে ক্ষমতার অপব্যবহার করেনি রাজ্য সরকার|
শীর্ষ আদালতের রায়ে খুুশি প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব| তাঁর কথায়, ‘এই রায়ে আমরা খুশি| গুরুংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|’ ঘটনাচক্রে এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| উত্তরবঙ্গে থাকতেই সুখবর পেলেন মুখ্যমন্ত্রী|