
বৃহস্পতিবার শ্রীনগর শহরের উপকণ্ঠে খানমোহ এলাকায় জঙ্গি হামলার মুখে পড়েন বিজেপি নেতা মুহাম্মদ আনোয়ার খান| আচমকা জঙ্গি হামলায় আহত হন বিজেপি নেতার দেহরক্ষী বিলাল আহমেদ| বিজেপি নেতারে উপর হামলার চালানোর পরই পালিয়ে যায় জঙ্গিরা| এরপর গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কানমোহ এলাকার বলহামারে বেশ কয়েকটি বাড়ি ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা| তখনই লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে খতম হয় দু’জন সন্ত্রাসবাদী| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘এনকাউন্টার স্থল থেকে দু’জন সন্ত্রাসবাদীর দেহ উদ্ধার হয়েছে| তাদের পরিচয় জানা যায়নি| ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিস্ফোরক|’ ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ|
এদিকে, গুলির শব্দে আতঙ্ক ছড়াল জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়| বান্দিপোরা জেলার হাজিনে, খোসা মোহাল্লা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| অভিযান চলাকালীন গুলির শব্দ শোনা যায়|