নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ মার্চ৷৷ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রেলগাড়ী উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনী এলাকায় ধাক্কা মারে এক যুবককে৷ যুবকের নাম সুকান্ত দেববর্মা (১৬)৷ পিতার নাম মনোরঞ্জন দেববর্মা৷ বাড়ী বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনী এলাকায়৷ সুকান্ত দেববর্মা মাধ্যমিক পরীক্ষার্থী৷ আগামীকাল বিশ্রামগঞ্জে সুকলে তার অঙ্ক পরীক্ষায় বসার কথা ছিল৷ বৃহস্পতিবার সারাদিন পরীক্ষার প্রস্তুতি নিয়ে সন্ধ্যায় মোবাইল নিয়ে রেল রাস্তায় ঘুরতে বেরিয়েছিল৷ হয়তো বা কানে হেড ফোন ছিল তাই ট্রেনের শব্দ শুনতে পায়নি৷ ইঞ্জিনের ধাক্কায় সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হয়৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুকান্তকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক সুকান্তকে মৃত বলে ঘোষণা করে৷ সুকান্তের মৃতদেহ বিশ্রামগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ আগামীকাল মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ সুকান্তের মৃত্যুতে গোটা বিশ্রামগঞ্জ এলাকায় শোকের ছায়া৷ এলাকাবাসীর বক্তব্য হল এই স্বপ্ণের রেলের ধাক্কায় প্রতিনিয়ত মানুষের মৃতু্যে হচ্ছে৷ এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগও প্রকাশ করা হচ্ছে৷
2018-03-16

