
সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে বান্দলি পোস্ট থেকে গ্রেফতার করা হয়েছে মনজুর খান নামে সন্দেহভাজন এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে| পরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে খাজুওয়ালা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে| কী কারণে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল পাক নাগরিক মনজুর খান, সে বিষয়ে জানতে ধৃতকে জেরা করছেন পুলিশ কর্তারা|