
তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে এক জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণের সময় নিজের বাসভবনে নওয়াজ শরিফ ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে সেই সময় তার আত্মীয়রা এবং পরিবারের লোকজন তার বাড়িতে ছিল। এই বিস্ফোরণের পরে নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে নওয়াজ শরিফের বাড়ির সামনে । এই বিস্ফোরণের বিষয়ে বলতে গিয়ে লাহোরের ডিআইজি ড. হায়দার আশরফ জানিয়েছেন, মূলত পুলিশকর্মীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। বেশ কয়েকদিন আগে থেকেই এই হামলার ছক কষা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত চলছে। এক কিশোর বাইকে করে এসে এই আত্মঘাতী হামলা চালায়। সেই সময় পুলিশ চেক পোস্টে ১৪ জন পুলিশ কর্মী ছিল।