নয়াদিল্লি, ১১ মার্চ(হি.স.) : ফর্বসের বিচারে এশিয়া ফর্বসে নিজের যোগ্যতায় জায়গা করে নিলেন বিজেপির রাজ্যসভার সংসদ তথা হিন্দুস্থান সমাচারের চেয়ারম্যান ও নিরাপত্তা প্রদানকারী সংস্থা (এসআইএস )-গ্রুপের চেয়ারম্যান রবীন্দ্র কিশোর সিনহা | অান্তর্জাতিক পত্রিকা ফর্বসের চলতি মার্চ মাসে প্রকাশিত বিলিনিয়ার ক্লাবে নতুন প্রবেশ করা ২৫৯ জনের তালিকায় স্থান পেয়েছে সিকিউরিটি এন্ড ইন্টালেজেন্সি সার্ভিসেস (এসআইএস)-র প্রতিষ্ঠা আর কে সিনহা | তার সম্পত্তির পরিমান ১ বিলিয়ন | অার এরফলে এশিয়া ফর্বসের বিলিনিয়ারি ক্লাবে প্রবেশ করলেন এই শিল্পপতি-সাংসদ|
অতি সাধারণ ঘর থেকে বড় হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক ইতিহাস, যা অনেকের কাছে অজানা| চিকিৎসা খরচের অভাবে নিজের বোনকে অকালে মৃত্যুর কোলে যেতে দেখেছেন কিশোর রবীন্দ্র কিশোর সিনহা| কেননা সে সময়ে তাঁর বাবার কাছে চিকিৎসা খরচ দেওয়ার মত প্রয়োজনীয় টাকা ছিলনা| বিহারের পটনা শহর থেকে উঠে অাসা সাধারণ ঘরের রবীন্দ্র কিশোর সিনহা ১৯৬০ সাল থেকে দীর্ঘ পথ পেরিয়ে অাজ এই সম্মানের অধিকারী হয়েছেন | আজ ৬৭ বছর বয়সে তিনি একাধিক সম্মানের অধিকারী | চলতি মাসে প্রবেশ করেছেন ফর্বসের প্রকাশিত বিলিনিয়ার ক্লাবে | তাঁর সম্পত্তির পরিমান ১ বিলিয়ন|
তাঁর প্রতিষ্ঠিত সিকিউরিটি এন্ড ইন্টালেজেন্সি সার্ভিসেস (এসআইএস) অাজ দেশের এক অন্যতম নিরাপত্তা ও সুরক্ষা প্রদানকারী সংস্থা| ১৯৮০ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হলেও এই ভাবনা অারও ছ’বছর অাগের | এর পেছনে রয়েছে অারও একটা সত্য| সালটা ১৯৭০| পাকিস্তান ও পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ)কে কেন্দ্র করে দেশে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, যা পরবর্তীতে দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়| তবে এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন রবীন্দ্র কিশোর সিনহা, যিনি তাঁর কর্মজীবনের যাত্রা শুরু করেছিলেন ১৯৬০ সালে হিন্দুস্থান সমাচার সংবাদ পরিবেষক সংস্থার একজন সাংবাদিক হিসেবে| কর্মসূত্রে তাঁকে ভারত-পাক যুদ্ধের পরিস্থিতির সংবাদ সংগ্রহের কাজে নিযুক্ত করা হয়েছিল| কিন্তু তিনি পাক সেনার হাতে ধরা পড়েও স্থানীয় মানুষের সহযোগিতায় তিনি পালিয়ে অাসতে সক্ষম হন| সেই সময় তিনি নিরাপত্তা ও সুরক্ষার কথা উপলব্ধি করেন এবং এমন এক সংস্থা প্রতিষ্ঠা ভাবনাও শুরু করেন তিনি| অার সে সময় পরিচিত ভারতীয় সেনা কর্মীদের নিয়ে প্রতিষ্ঠা করেন সিকিউরিটি এন্ড ইন্টালেজেন্সি সার্ভিসেস (এসআইএস) |
অাজ এই সংস্থা বিভিন্ন শিল্পক্ষেত্রে নিরাপত্তা প্রদান করে থাকে | তাঁর একমাত্র পুত্র ঋতুরাজ সিনহা এই সংস্থার বোর্ড মিটিং পরিচালনা করেন | সিনহা এখনও তাঁর অন্য দুই আগ্রহের ক্ষেত্র রাজনীতি এবং সংবাদ মাধ্যেমে সক্রিয় রয়েছেন | তিনি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির রাজ্যসভার সদস্য | শুধু তাই নয়, অাজ তিনি রাজ্যসভায় বিজেপির সবচেয়ে ধনী সদস্যও বটে | এছাড়া বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচারের চেয়ারম্যানও |
এশিয়া ফর্বসের বিলিনিয়ার ক্লাবে স্থান পাওয়ার পর সম্প্রতি দিল্লিতে এসআইএস–এর হেড অফিসে এবিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে আর কে সিনহা বলেন, “দুর্ঘটনাবসত আমি বিলিয়নির |” তাঁর অফিসটি বেশ বড় | যার একটি অংশ একটি মন্দিরের মত সাজান | তিনি তাঁর কাজ শুরু করার আগে সেখানেই প্রার্থনা করেন | তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আজীবন সদস্য | সাংবাদিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ খবর সংগ্রহের দায়িত্ব পেয়েছেন | যার অন্যতম ৭১ সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ |