নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ বিজয়োল্লাসে মাতোয়ারা বিজেপি কর্মী সমর্থকরা৷ রবিবার রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল বিজেপি কর্মী সমর্থকরা৷ এদিন বাধারঘাট কেন্দ্রের প্রার্থী দিলীপ সরকার, টাউন বড়দোয়ালী কেন্দ্রের প্রাার্থী আশীষ কুমার সাহা, রামনগর কেন্দ্রের প্রার্থী সুরজিৎ দত্ত এবং বনমালীপুর কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেবকে নিয়ে দলীয় কর্মীরা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করেছে৷ বনমালীপুর কেন্দ্রে সর্বাধিক লোক সামিল হয়েছিলেন বিজয় মিছিলে৷ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল ব্যাপক৷ এদিকে, বিজয় মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷
2018-03-05