BRAKING NEWS

উত্তর-পূর্বাঞ্চলীয় কেনিয়ায় আল শাহবাব হামলা, চারজন পুলিশ অফিসার সহ মৃত ৫

নাইরোবি, ২ মার্চ (হি.স.): সোমালিয়ার আল শাহবাব জঙ্গি সংগঠনের হামলায় রক্তাক্ত হল উত্তর-পূর্বাঞ্চলীয় কেনিয়া| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে মান্দেরা কাউন্টিতে দু’টি ক্যাম্পাসে হামলা চালায় আল শাহবাব জঙ্গিরা| আল শাহবাব জঙ্গি সংগঠনের হামলায় প্রাণ হারিয়েছেন চারজন পুলিশ অফিসার সহ মোট পাঁচজন| এছাড়াও আহত হয়েছেন তিনজন পুলিশ অফিসার, তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| মান্দেরা কাউন্টির ডেপুটি কমিশনার (লাফেই সাব-কাউন্টি) এরিক জানিয়েছেন, ‘হামলায় মৃত্যু হয়েছে চারজন পুলিশ অফিসার সহ মোট পাঁচজনের| আহত হয়েছেন তিনজন, তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আল শাহবাব জঙ্গি সংগঠন হামলা চালিয়েছে, কারণ কেনিয়া-সোমালিয়া সীমান্তের কাছে আমাদের অবস্থান|’
এরিক আরও জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত করার জন্য মোবাইল ফোন ট্রান্সমিশন ধ্বংস করে দিয়েছে হামলাকারীরা| উত্তর-পূর্বাঞ্চলীয় রিজিওনাল কমিশনার এম সালেহ জানিয়েছেন, লাফেই শহরে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এবং কেনিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালায় দু’জন হামলাকারী| প্রশাসনের অনুমান, আল শাহবাব জঙ্গিরা সীমান্ত পেরিয়ে সোমালিয়ার ভূখণ্ডে প্রবেশ করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *