নয়াদিল্লি ও চেন্নাই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বেনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার সকাল আটটা নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে কার্তিকে গ্রেফতার করেছে সিবিআই| বুধবার সকালেই ব্রিটেন থেকে দেশে ফিরেছিলেন চিদম্বরম পুত্র কার্তি| ব্রিটিশ এয়ারওয়েজের বিমান থেকে চেন্নাই বিমানবন্দরে নামার পরই সকাল আটটা নাগাদ কার্তি চিদম্বরমকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র গোয়েন্দারা|
আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় ২০১৭ সালের ১৫ মে এফআইআর দায়ের করেছিল সিবিআই| এফআইআর-এর সমগোত্রীয় এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করা হয়েছিল কার্তি চিদম্বরম, আইএনএক্স মিডিয়া ও তার দুই অধিকর্তা পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে| সিবিআই-এর অভিযোগ, ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড (এফআইপিবি)-এর নিয়ম ভঙ্গ করায় আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে কর সংক্রান্ত একটি তদন্ত চলছিল| নিজের প্রভাব খাটিয়ে সেই তদন্ত প্রভাববিত করেন কার্তি| অভিযোগ, আইএনএক্স মিডিয়ার থেকে মোটা টাকার বিনিময়ে এই কাজ করেন চিদম্বরম পুত্র কার্তি| সেই সময় (২০০৭ সাল) তাঁর বাবা পালানিয়াপ্পন চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন|
চিদম্বরম পুত্রের এই গ্রেফতারির বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই সরব হয়েছে কংগ্রেস| কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, ‘পি চিদম্বরম ও তাঁর পরিবারের পাশে রয়েছে কংগ্রেস| প্রকৃত সত্য প্রকাশ্যে আসবেই|’ চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার করার পর চিদম্বরম পুত্র কার্তিকে দিল্লিতে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র গোয়েন্দারা|