BRAKING NEWS

বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই, পুলওয়ামায় মৃত্যু জঙ্গির

শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে তপ্ত হল জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলা| সোমবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ বান্দিপোরা জেলার হাজিন শহরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা| সময় নষ্ট না করে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব ফিরিয়ে দিলে শুরু হয় গুলির লড়াই| এরই মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে যায়| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪৫ ব্যাটেলিয়ান, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ১৩ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ বান্দিপোরা জেলার হাজিন শহরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা| নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিল শুরু হয় গুলির লড়াই| এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪৫ ব্যাটেলিয়ান, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ১৩ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা|
সোমবারই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে পুলিশ স্টেশনে হামলা চালায় এক জঙ্গি| পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার জন্য গ্রেনেড হামলা চালায় মহিলাদের পোশাক পরিহিত এক জঙ্গি| হেফাজতেই মৃত্যু হয়েছে সন্ত্রাসবাদী মুস্তাক আহমেদ চোপান-এর| এছাড়াও গ্রেনেড হামলায় আহত হয়েছেন পুলিশ কনস্টেবল মেহরাজুদ্দিন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *