রায়গঞ্জ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর দিনাজপুরের ইটাহারে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দু’জনের| দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও পাঁচজন| সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার অন্তর্গত তিলনা এলাকায়, বালুরঘাট-ইটাহার রাজ্য সড়কে| দুর্ঘটনায় মৃতদের নাম হল, সাইদুল হক (৪২) ও মান্নান হোসেন (৪০)| কমবেশি আহত অবস্থায় পাঁচজনকে প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়| পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রত্যেককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে দশ চাকার একটি ইটবোঝাই লরি বালুরঘাট অভিমুখে যাচ্ছিল| সেই সময় ভুটভুটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইটবোঝাই লরির চালক| উল্টোদিক থেকে আসা বালিবোঝাই লরির সঙ্গে দশ চাকার লরির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বালিবোঝাই লরির চালক সাইদুল হক ও খালাসি মান্নান হোসেনের| ইটবোঝাই লরির চালক সহ পাঁচজন গুরুতর আহত হন| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় পাঁচজনকে প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়| পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রত্যেককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ| দুর্ঘটনাগ্রস্ত লরি দু’টিকে আটক করেছে পুলিশ|