মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): একটি মিউজিক ভিডিওর শুটিং চলাকালীন এক নাবালিকাকে জোর করে চুমু খাওয়ার জন্য গায়ক পাপোনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল মহারাষ্ট্র সরকার। রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিদ্যা ঠাকুর বিষয়টি তদন্ত করে দেখার জন্য মুম্বই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, এই ঘটনার পরে মহারাষ্ট্রের মহিলা কমিশনও গোটা বিষয়টি খতিয়ে দেখছে। প্রসঙ্গত জোর করে এক নাবালিকাকে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে বলিউডের প্রখ্যাত কণ্ঠশিল্পী পাপোনের বিরুদ্ধে। এর আগে এই ঘটনার প্রেক্ষিতে পাপোনের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী রুনা ভুওয়ান। হোলি উপলক্ষ্যে একটি মিউজিক ভিডিওর শুটিং চলাকালীন এক নাবালিকাকে জোর করে চুমু খায় পাপোন। এর পরেই বলিউডের জনপ্রিয় গায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুনা ভুওয়ান।
নিজেদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পাপোন শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, এর জন্য ভুল ক্যামেরা অ্যাঙ্গেলই দায়ী। এটি একটি দুর্ঘটনা কোনও যৌন নিগ্রহ নয়। পাপোন আরও বলেন ঘটনাটা যখন ঘটে তখন রিয়েলিটি শোয়ের অনেক কর্মকর্তাই সেই সময় উপস্থিত ছিল।