BRAKING NEWS

হায়দরাবাদে রাসায়নিক ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, দগ্ধ ছ’জন কর্মী

হায়দরাবাদ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক হায়দরাবাদের জীদিমেতলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়| শুক্রবার সকাল ৬.৩০ থেকে ৭.০০-র মধ্যে জীদিমেতলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| সাত সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন ও অন্তত ৪০ জন দমকল কর্মী| ততক্ষণে রাসায়নিক ফ্যাক্টরি বিধ্বংসী আগুনের কবলে চলে যায়|রাসায়নিক ফ্যাক্টরি থেকে গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া| ধোঁয়ার কারণে আগুন নেভাতে গিয়ে শুরুতে বেগ পেতে হয় দমকল কর্মীদের| পরে অবশ্য দমকলের ১০টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| অগ্নিকাণ্ডের ঘটনায় সামান্য দগ্ধ হয়েছে ফার্মা ইউনিটের ছ’জন কর্মী| তাঁদের নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার সকাল ৬.৩০ থেকে ৭.০০-র মধ্যে হায়দরাবাদের জীদিমেতলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় সামান্য দগ্ধ হয়েছেন ফার্মা ইউনিটের ছ’জন কর্মী| জেলা দমকল অফিসার, রঙ্গারেড্ডি, হরিনাথ রেড্ডি জানিয়েছেন, ‘সকাল ৬.৫০ মিনিট নাগাদ ফোন করে অবহিত করা হয় জীদিমেতলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে| তত্ক্ষণাত্ আগুন নেভাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন|’ রেড্ডি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সামান্য দগ্ধ হয়েছেন রাসায়নিক ফ্যাক্টরির ছ’জন কর্মী| রাসায়নিক ফ্যাক্টরিতে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, রিঅ্যাক্টরে বিস্ফোরণের কারণেই হয়তো আগুনের সূত্রপাত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *