BRAKING NEWS

ব্যাঙ্কঋণ খেলাপি : একদিনের ট্রানজিট রিমান্ডে সপুত্র বিক্রম কোঠারি

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): ব্যাঙ্কঋণ খেলাপের অভিযোগে রোটোম্যাক কলমের মালিক বিক্রম কোঠারি এবং তাঁর ছেলে রাহুলকে বৃহস্পতিবারই গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| শুক্রবার বিক্রম কোঠারি এবং তাঁর ছেলে রাহুলকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হলে, একদিনের ট্রানজিন্ট রিমান্ডে পাঠিয়েছে আদালত| শনিবার লখনউয়ের আদালতে তোলা হবে তাঁদের|

উল্লেখ্য, ব্যাঙ্ক অফ বরোদা, এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ সাতটি ব্যাঙ্ক থেকে ২,৯১৯ কোটি টাকা ঋণ নিয়েছিল বিক্রম কোঠারির রোটোম্যাক গ্লোবাল প্রাইভেট লিমিটেড| সুদে-আসলে সেই অঙ্ক এখন বেড়ে হয়েছে ৩,৬৯৫ কোটি টাকা| ব্যাঙ্ক অফ বরোদার তরফে অভিযোগ দায়েরের পরই বিক্রম এবং তাঁর পরিবারের সদস্যদের জেরা করা শুরু করে সিবিআই| বৃহস্পতিবার নয়াদিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল বিক্রম কোঠারিকে| উত্তর প্রদেশের কানপুরে তাঁর এবং তাঁর ছেলের বাড়িতে তল্লাশিও চালানো হয়| পরে গ্রেফতার করা হয় বিক্রম কোঠারি এবং তাঁর ছেলে রাহুলকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *