BRAKING NEWS

বাংলাদেশে লাইনচ্যুত উপবন এক্সপ্রেসের ১১টি কামরা, দুর্ভোগে মন্ত্রী সহ অসংখ্য রেল যাত্রী

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের মৌলভীবাজারে লাইনচ্যুত হয়ে গেল ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ১১টি কামরা| গভীর রাত একটা নাগাদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, সাতগাঁও স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় উপবন এক্সপ্রেসের ১১টি কামরা| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই,তবে এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বেলাইন হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে| ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনও| দ্রুত রেললাইন মেরামতির কাজ শুরু হলেও, ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল হয়ে যায়|

রেল পুলিশ সূত্রের খবর, গভীর রাতে ঢাকাগামী উপবন এক্সপ্রেস বেলাইন হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সহ অসংখ্য রেল যাত্রী| স্থানীয় বাসিন্দা ও রেল পুলিশের সহায়তায় যাত্রীদের নিরাপদে উদ্ধার হয়েছে| পুলিশের একটি দল অর্থ প্রতিমন্ত্রীকে নিরাপদে ঢাকায় পৌঁছে দিয়েছে| কী কারণে লাইনচ্যুত হল উপবন এক্সপ্রেসের ১১টি কামরা তা খতিয়ে দেখা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *