মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির ঘটনায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে| এমতাবস্থায় ধনকুবের ধীরে ব্যবসায়ী নীরব মোদীর ব্র্যান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া| প্রিয়াঙ্কা চোপড়ার মুখপাত্র নাতাশা পাল জানিয়েছেন, ‘সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে, নীরব মোদীর ব্রান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করা সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া|’
উল্লেখ্য এর আগে নীরব মোদী, তাঁর স্ত্রী অ্যামি, ভাই নিশাল এবং আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে ১১,৪০০ কোটি এবং ২৮০ কোটি টাকার আর্থিক জালিয়াতি অভিযোগ দায়ের করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)| এরপরই প্রিয়াঙ্কা চোপড়া সিদ্ধান্ত নিলেন নীরব মোদীর ব্র্যান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করবেন তিনি|
উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির ঘটনায় বিলাসবহুল গাড়ির পর এবার ধনকুবের হীরে ব্যবসায়ী নীরব মোদীর কোম্পানির ৩০ কোটি টাকা ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১৩.৮৬ কোটি টাকার শেয়ার| এখানেই শেষ নয়, ইডি-র তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে ১৭৬টি স্টিলের আলমারি এবং ৬০টি প্লাস্টিকের কন্টেনার| উদ্ধার হয়েছে বহু মূল্যবান হাত ঘড়ি|