BRAKING NEWS

আদালতে জোর ধাক্কা, আপের দুই বিধায়কের জামিনের আবেদন খারিজ

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় ধৃত আপ বিধায়ক প্রকাশ জারওয়াল ও আমানাতুল্লাহ খানের জামিনের আবেদন খারিজ করল দিল্লির তিস হাজারি আদালত| আপাতত বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে আপের এই দুই বিধায়ককে| গত ১৯ ফেব্রুয়ারি, মধ্যরাতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিবাসে ডাকা হয়েছিল মুখ্যসচিব অংশু প্রকাশকে| অংশুর দাবি, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ১১ জন বিধায়ক| ঘরে ঘুকতেই এক বিধায়ক সজোরে দরজা বন্ধ করে দেন| মুখ্যসচিব বসেন দুই বিধায়কের মাঝখানে| সচিবালয় থেকে বিজ্ঞাপনে ছাড়পত্র দিতে কেন দেরি হচ্ছে, এ নিয়ে প্রশ্ন করেন কেজরিওয়াল| অংশুর অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার উপর চড়াও হন দুই বিধায়ক| আমাকে থাপ্পড়-ঘুসি মারা হয়|

এই ঘটনার তদন্তে নেমে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় আপ বিধায়ক প্রকাশ জারওয়ালকে এবং ৱুধবার গ্রেফতার করা হয় আপ বিধায়ক আমানাতুল্লাহ খানকে| শুক্রবার দিল্লির তিস হাজারি আদালতে জামিনের আবেদন করেন আপের এই দু’জন বিধায়ক| যদিও, উভয়েরই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত| আপাতত বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে আপের এই দুই বিধায়ককে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *