BRAKING NEWS

শ্রীলঙ্কায় অাসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজে কোহলিদের বিশ্রামের ভাবনা জাতীয় নির্বাচকদের

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীলঙ্কায় অাসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার সিনিয়রদের বিশ্রাম দেওয়া হতে পারে৷ দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফরের ক্লান্তি কাটিয়ে উঠতে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিদের৷ এমনটাই ইঙ্গিত জাতীয় নির্বাচকদের৷ আগামী বছর ইংল্যাল্ডের মাটিতে একদিনের বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চোট আঘাত থেকে মুক্ত রাখতে পর্যাপ্ত বিশ্রাম দিতে চান নির্বাচকরা৷ তাছাড়া একটানা ক্রিকেট খেলার ধকলের বিষয়টাও মাথায় থাকছে এমএসকে প্রসাদদের৷ বিশেষ করে তিন ফর্ম্যাটেই যে সব সিনিয়র ক্রিকেটার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন, তাদের ক্রিকেট থেকে সাময়িক বিরতির প্রয়োজন আছে বলেই মনে করেন নির্বাচকরা৷
জানা গিয়েছে, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে শ্রীলঙ্কা সফরে৷ সেক্ষেত্রে পেস আক্রমণে মহম্মদ সিরাজ ও বাসিল থাম্পিকে দলে অানে হতে পারে৷ অার ব্যাটিং অর্ডারে মায়াঙ্ক আগরওয়াল সুযোগ পেতে পারেন৷ বিরাট কোহলি চাইলে তাঁকেও সরিয়ে রোহিত শর্মা অথবা অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করা হতে পারে৷ অক্ষর প্যাটেল প্রধান স্পিনারের ভূমিকা নিতে পারেন টুর্নামেন্টে৷ দলে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দরও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *