পাটিয়ালা (পঞ্জাব), ২০ ফেব্রুয়ারি (হি.স.): অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধে তিনজনের মৃত্যু ও ১১ জনের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক অব্যাহত রাজপুরার শম্ভু এলাকায়| বিষাক্ত গ্যাসের আতঙ্কে দিশেহারা শম্ভু এলাকার মানুষজন| সূত্রের খবর, সোমবার গভীর রাতে সান্ধারসি গ্রামে অবস্থিত হিমালয়া ফ্রেস প্রোটিন ফ্যাক্টরি প্রাইভেট লিমিটেড নামক একটি ফ্যাক্টরি থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হয়| ওই ফ্যাক্টরিতে মটরশুটি এবং আলু ফ্রিজিং করার ব্যবস্থা রয়েছে| অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ অব্যাহত ছিল মঙ্গলবার ভোর পর্যন্ত|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১১ জন| অসুস্থ অবস্থায় ১১ জনকে রাজিন্দ্র সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, অসুস্থ ১১ জনের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| ইতিমধ্যে সান্ধারসি গ্রামের বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে| পুলিশ সূত্রের খবর, অসুস্থ ১১ জনের মধ্যে ৮ জন হলেন ফ্যাক্টরির কর্মী এবং বাকি তিনজন ফ্যাক্টরি সংলগ্ন এলাকার বাসিন্দা| গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা|