নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : পাঞ্জাব ন্যাশনাল ব্যাকের আর্থিক দুর্নীতির ঘটনায় অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| প্রায় ১১,৪০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় তিনি সরাসরি অডিটরদের দোষী সাব্যস্ত করেছেন| মঙ্গলবার তিনি জানিয়েছেন, এই দুর্নীতির ঘটনায় যারা জড়িত বলে তদন্তে জানা যাবে তাদের কাউকে রেয়াত করা হবে না| তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| এছাড়া জেটলি এই ঘটনার জন্য কাঠগড়ায় তোলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও। বলেন, তারা দোষীকে চিহ্নিত করতে পারেননি। পাশাপাশি তিনি বলেন, বিক্ষিপ্ত জালিয়াতির ঘটনাগুলি যাতে গোড়াতেই ব্যর্থ করে দেওয়া যায়, তার পুনরাবৃত্তি না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে তদারকি এজেন্সিগুলিকে। তিনি এই ঘটনার ব্যাঙ্ক ম্যানেজমেন্টের দিকেই আঙুল তুলেছে| তিনি বলেন, এই আর্থিক কেলেঙ্কারির জন্য ম্যানেজমেন্টের গাফিলতি দায়ি| তিনি ব্যাঙ্কের আভ্যন্তরীণ এবং বাইরের অডিটদের যদি এই ধরনের গাফিলতি হয় সেটি খুবই চিন্তার বিষয়| এই ব্যাপারে তিনি আত্মসমালোচনার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন| জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদীর নাম না করে তিনি বলেন, হিসাব পরীক্ষকরা বেনিয়ম ধরতে পারেননি, তাঁরা ব্যর্থ। তিনি তদারকি সংস্থাগুলিকে এমন জালিয়াতি চিহ্নিত করার চলতি সিস্টেম খতিয়ে দেখতে বলেন।