শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ পেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| জঙ্গিদের গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও গোলাবারুদ| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে কুপওয়ারা পুলিশ স্টেশনের অন্তর্গত জঙ্গলে জঙ্গিদের গোপন ডেরার হদিশ পায় স্পেশ্যাল অপারেশন গ্রুপ (কুপওয়ারা), ৪১ রাষ্ট্রীয় রাইফেলস এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৯৮ ব্যাটেলিয়নের জওয়ানরা| জঙ্গিদের গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে ৬টি হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গোলাবারুদ| মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় পুলওয়ামা পুলিশ স্টেশনের অন্তর্গত জঙ্গলে নতুন আস্তানা তৈরি করেছে জঙ্গিরা| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে জঙ্গলে যৌথ তল্লাশি অভিযান চালায় স্পেশ্যাল অপারেশন গ্রুপ (কুপওয়ারা), ৪১ রাষ্ট্রীয় রাইফেলস এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৯৮ ব্যাটেলিয়নের জওয়ানরা| যৌথ তল্লাশি অভিযানে জঙ্গিদের গোপন ডেরার হদিশ পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| জঙ্গিদের গুপ্ত ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে, ৬টি হ্যান্ড গ্রেনেড, একটি চাইনিজ পিস্তল, পিস্তলের পাঁচটি গুলি, দু’টি পিস্তলের ম্যাগাজিন, ৩৩৫ একে রাউন্ড, তিনটি ইউবিজিএল সেল, ২ কিলোগ্রাম আইইডি বিস্ফোরক এবং সাতটি ডিটোনেটর|