BRAKING NEWS

এআইএডিএমকে খুবই খারাপ, তাই আমি রাজনীতিতে : কমল হাসান

চেন্নাই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): অভিনয়ের পর এবার রাজনীতিতেও পায়ের তলার মাটি শক্ত করার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন কমল হাসান| এমতাবস্থায় তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকে-র বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রখ্যাত অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমল হাসান বলেছেন, ‘আমি রাজনীতিতে প্রবেশ করেছি কারণ, ক্ষমতাসীন এআইএডিএমকে দল খুবই খারাপ|’ কমল হাসান আরও বলেছেন, ‘এই কারণে আমি এআইএডিএমকে দলের কারও সঙ্গে সাক্ষাত্ করিনি|’
বুধবার রাজ্য সফর করবেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান| এরপর মাদুরাইয়ে নিজ দলের শুভ সূচনা করবেন তিনি| মাদুরাইয়ে কমল হাসানের দলের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| উপস্থিত থাকার কথা রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *