কলকাতা, ১৯ ফেব্রুয়ারি,( হি.স.): নীরব মোদী কাণ্ডে সোমবারও কলকাতা চলছে ইডির তল্লাশি । নিউটাউনে ন’পাড়ায় একটি শপিং মলের গয়নার শোরুমে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । গতকালও ওই দোকান সহ কলকাতার ৫টি জায়গায় তল্লাশি চালায় ইডি । এই মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির মালিকানাধীন সংস্থার শোরুমে তল্লাশি চালিয়ে দক্ষিণ কলকাতার এক মল থেকে এদিন বাজেয়াপ্ত হয়েছে ৩ কোটি টাকার হিরে জহরত । সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৫ কোটি টাকার হিরে জহরত বাজেয়াপ্ত করল ইডি ।
গতকালই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে শহরের ৫ টি জায়গায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । দক্ষিণ কলকাতার একটি মল সহ শহরের এখনও ৪ টি জায়গায় তল্লাশি চলছে। শুধু কলকাতা নয়, দেশজুড়েই চলছে ইডির তল্লাশি অভিযান । উত্তরপ্রদেশের ৭ টি শহরেও মেহুল চোকসির গীতাঞ্জলি ও নক্ষত্রের ১২ টি শোরুমে হানা দিয়েছেন ইডি অফিসাররা । লখনউতে একটি মল থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে । বারাণসী, গোরক্ষপুর, এলাহাবাদ ও নয়ডাতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা । কলকাতা, সল্টলেক ও রাজারহাট মিলিয়ে পাঁচটি শপিং মলে মুম্বইয়ের এক শিল্পগোষ্ঠীর বিপণিতে রাখা ছিল গীতাঞ্জলির গয়না । এই বিপণিগুলিতে প্রসাধনী থেকে জামাকাপড়, ঘড়ি, জুতো, বেল্ট, ব্যাগ, সুগন্ধি, সবই মেলে । রবিবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চলে ওই পাঁচটি বিপণিতে । এ ছাড়া সল্টলেকের শপিং মলে মেহুলের ‘নক্ষত্র’ ব্র্যাণ্ডের গয়নার একটি শো রুমও এ দিন সিল করে দেওয়া হয় । আজ, সোমবারও তল্লাশি হয় সেখানে।