নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ গোলাঘাটি বিধানসভায় দয়ারাম পাড়ায় রাজনৈতিক সংঘর্ষে মারাত্মকভাবে জখম হয় সিপিএমের অঞ্চল সম্পাদক৷ ভোট গ্রহণের শেষ পর্যায়ে ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা বিধানসভা কেন্দ্রে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, ভোট গ্রহণের নির্ধারিত সময়ের পর বিকেল সাড়ে চারটায় উজান গোলাঘাটি হাইসুকলে যায় সিপিএম পাথালিয়াবাড়ি অঞ্চল সম্পাদক পুলীণ বর্ধন তিনি সেখানে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন আইপিএফটি সমর্থকদের সাথে৷ ইটের আঘাতে পুলীন বর্ধনের গাড়ির কাচ ভেগে দেয়৷ সেই ভাঙ্গা কাচের টুকরো লেগে তার গাল কেটে রক্ত ঝড়তে থাকে৷ বুকে ও গলায় আঘাত লেগেছে৷ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আইপিএফটির অভিযোগ পুলীণ বর্ধন ৩২, ৩৩ এবং ৩৪ নং বুথে ঢুকে পোলিং এজেন্টদের রক্তচক্ষু করে ধমকাতে থাকেন৷ উত্তেজিত হয়ে বুথ গ্রহণের বাইরে থাকা কর্মী সমর্থকরা টাকারজলা থানায় লিখিত মামলা দায়ের করে তার বিরুদ্ধে৷ পুলীণ বর্ধন ভোটপর্ব শেষ হলে খুন করার হুমকিও দেয় আইপিএফটি কর্মীদের এমনই অভিযোগ দায়ের করেছে তারা৷ তাছাড়া কর্মীরা এও জানান বিজেপির প্রচারের শেষ দিনে নবশক্তিগঞ্জ পাল পাড়ায় বিজেপি প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মার গাড়ি ভাঙচুর কান্ডের প্রধান নায়ক নাকি পুলীন বর্ধন৷ এদিকে, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হল ১৮এর ভোটযুদ্ধ৷ রবিবার সকাল থেকেই নানা জায়গায় বিজেপি ও শাসক দলের কর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল৷ সকাল দশটা নাগাদ আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় দুই দলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে৷ বুথ জ্যাম করার অভিযোগ ও পাল্টা অভিযোগে কর্মীরা মারপিটে জড়িয়ে পড়ে৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ জানা গিয়েছে, দুই দলের মারপিটে বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন৷
এদিকে, নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ সেন্টারে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস দলের নির্বাচনী এজেন্টরা পার্টির প্রার্থীর নামের স্টিকার লাগিয়েছে৷ অভিযোগ, নির্বাচনী আইন বহির্ভূত কাজের বিষয়টি মিডিয়ার সামনে আসতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা৷ উভয় দলীয় কর্মীরা প্রশাসনের নির্দেশে স্টিকার খোলে নিয়েছে৷
অন্যদিকে, দশ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের আন্তর্গত জিরানিয়াতে রাজনৈতিক দলের টুকেন বিলি ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠে পোলিং এজেন্টদের বিরুদ্ধে৷ খবরে প্রকাশ, দুইজন এই কাজে যুক্ত থাকার জন্য আধা সামরিক বাহিনীর জওয়ানরা সতর্ক করলেও সম্ভিত ফিরেনি৷ জওয়ানদের লাঠি দিয়ে ধাওয়া করতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ পুলিশ অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে৷ বড়সড় অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দিনভর এলাকায় ভোটারদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে৷ তাছাড়া, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের যোগেন্দ্রনগরে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের বুথে বাবুল দেবনাথ নামে সিপিএমের এক ক্যাডারকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিপেটা করেছে৷ জানা গিয়েছে, বাবুল দেবনাথ শিক্ষক কর্মচারী নেতাও৷ তিনি কেন্দ্রীয় বাহিনীর সাথে বিবাদে লিপ্ত হন৷ উচ্চবাচ্য বলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের৷ একসময় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের উপর চড়াও হন৷ তখনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে লাঠিপেটা করেছে৷ তাছাড়াও, খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বলদাখাল সুকলের বুথের সামনেও সিপিএম ক্যাডাররা বুথ জ্যাম করার চেষ্টা করেছিল৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে কঠোর মনোভাব নিয়েছে বলে খবর মিলেছে৷