BRAKING NEWS

মোহভঙ্গ অরবিন্দ সিং লাভলির, পুনরায় যোগ দিলেন কংগ্রেসে

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মোহভঙ্গ হল রাজনীতিক অরবিন্দর সিং লাভলির| ২০১৭ সালের এপ্রিল মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরবিন্দর সিং লাভলি| এখনও এক বছর অতিক্রান্ত হয়নি, এরই মধ্যে বিজেপি ছেড়ে পুনরায় কংগ্রেসে যোগ দিলেন তিনি| শনিবার দিল্লিতে কংগ্রেস নেতা অজয় মাকেন-এর উপস্থিতিতে কংগ্রেসে পুনরায় যোগ দিলেন অরবিন্দ সিং লাভলি| কংগ্রেসে পুনরায় যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দর সিং লাভলি জানিয়েছেন, ‘আমার জন্য কোনও খুশির সিদ্ধান্ত (কংগ্রেস ছেড়ে, বিজেপি যোগদান) ছিল না| বেদনায় ওই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি| মতাদর্শগতভাবে আমি ওখানে (বিজেপি) খাপখাইনি|’ অরবিন্দর সিং লাভলি পুনরায় কংগ্রেসে যোগ দেওয়ায় খুশি প্রকাশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত| তিনি জানিয়েছেন, ‘উনি (লাভলি) ফিরে আসায় আমার খুবই ভালো লাগছে| সর্বপরি উনি ৱুঝতে পেরেছেন নিজের ঘরই ভালো|’
উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিল মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরবিন্দর সিং লাভলি| ১৯৯৮ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর কখনই পরাজিত হননি লাভলি| ২০১৩ সালে গান্ধী নগর বিধানসভা কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য নির্বাচিত হন অরবিন্দর সিং লাভলি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *