BRAKING NEWS

বিজেপি সরকার জালিয়াতদের ধরছে, কংগ্রেসকে পাল্টা আক্রমণ প্রতিরক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পিএনবি কেলেঙ্কারি এবং নীরব মোদীর দেশছাড়া নিয়ে পাল্টা কংগ্রেসকে আক্রমণ করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন | শনিবার তিনি বলেন, ‘আমরা জালিয়াতদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করার জন্য চক্রান্ত করছি না। বিজেপি সরকার জালিয়াতদের ধরছে। কংগ্রেস মিথ্যা বলছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দক্ষিণ মুম্বই শাখায় প্রায় ১১,৪০০ কোটি টাকা জালিয়াতি করে দেশ ছাড়া ছেড়েছে হিরে ব্যবসায়ী নীরব মোদী | এ বিষয়ে পিএনবি তার বিরুদ্ধে ১১,৪০০ কোটি এবং ২৮০ কোটি টাকার দুটি জালিয়াতির এফআইআর দায়ের করে। কিন্তু আপাতত ধরাছোঁয়ার বাইরে নীরব। পুলিশ খবর পেয়েছে সপরিবার নিউ ইয়র্কে রয়েছে সে । তাকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই।
এহেন নীরব মোদীর দেশ ছাড়ার ঘটনায় শনিবার সাংবাদিক সম্মেলন করে নাম না করে কেন্দ্র সরকারের সমলোচনা করলেন কংগ্রেস নেতা কপিল সিববল । কপিল সিববল বলেন, দেশের পাহারাদাররা এখন নিজেদের পকোড়ার বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে পাহারাদার ঘুমোচ্ছে আর চোর পালাচ্ছে। এদিন প্রধান নরেন্দ্র মোদীর বাণিজ্য নীতি নিয়েও কটাক্ষ করেন তিনি। সিববল প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কখনও কেন কাউকে জানান না তাঁর সঙ্গে সরকারি বিদেশ সফরে কারা যাচ্ছেন। এরপরই সরব হন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন |
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, ‘আমরা জালিয়াতদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করার জন্য চক্রান্ত করছি না। বিজেপি সরকার জালিয়াতদের ধরছে। নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, তবে সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কংগ্রেস মিথ্যা বলছে।
তাঁর আরও অভিযোগ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীই নীরব মোদীর একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বলেছেন, ২০১৩ সালে ইলাহাবাদ ব্যাঙ্কের এক ডিরেক্টর নীরবের সংস্থার আর্থিক পুনর্গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাঁর কথা শোনা হয়নি। উল্টে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *