নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারতকে বিশ্বগুরুতে পরিণত করার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বুধবার রাজধানী দিল্লিতে ‘জল মিট্টি রথযাত্রা’অনুষ্ঠানে বক্তব্য রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, অন্য দেশের জনগণের হৃদয়ের মধ্যে ত্রাস তৈরি করার জন্য আমরা শক্তিশালী হতে চাই না। আমরা সমৃদ্ধশালী ভারত গড়তে চাই। যাতে করে আগামীদিনে সে বিশ্বগুরু হয়ে ওঠে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আরও বলেন, উন্নত রাষ্ট্র গঠন করাই এই রথযাত্রার মূল উদ্দেশ্য। অন্য রথযাত্রা থেকে এই রথযাত্রা একেবারে ভিন্ন। কোনও সরকার গঠন করার জন্য বা ফেলে দেওয়ার জন্য এই রথযাত্রার আয়োজন করা হয়নি। রাষ্ট্র গঠন এই রথযাত্রার মূল উদ্দেশ্য। আমরা আমাদের দেশকে স্বাধীন, শক্তিশালী এবং সমৃদ্ধশালী রূপে দেখতে চাই। এই ‘জল মিট্টি রথযাত্রা’-র মাধ্যমে মানুষ দেশের চারধাম থেকে জল এবং মাটি নিয়ে আসবে।
উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে রাষ্ট্র রক্ষা মহাযজ্ঞের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে সেই উপলক্ষ্যে বিজেপির তরফ থেকে ‘জল মিট্টি রথযাত্রা’-র আয়োজন করা হয়েছে। এই রথযাত্রা মাধ্যমে দেশের চারধাম থেকে জল এবং মাটি নিয়ে আনা হবে যেগুলি যজ্ঞে ব্যবহার করা হবে। মহাযজ্ঞের জন্য দিল্লির লালকেল্লা সামনে ১০৮টি কুণ্ড তৈরি করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন ২১০০ পুরোহিত এবং ৫১০০০ পুণ্যার্থী। ১১১১ ব্রাহ্মণ ২.২৫ কোটি মন্ত্র পাঠ করবেন। সাতদিন ধরে চলবে এই ‘মহাযজ্ঞ’। ১৮ই মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত চলবে এই ‘মহাযজ্ঞ’।