নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : বছর সাতের নাবালককে খুনের ঘটনায় এক অাইএএস পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অাইএএস পরীক্ষার্থী ভাড়াটিয়া ছিল। ধৃত ভাড়াটিয়ার নাম অভদেশ সাক্য (২৭)। গত একমাস ধরে নিখোঁজ ছিল বছর সাতেকের এক নাবালক। অবশেষে তাকে স্যুটকেশ বন্দী মৃত উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে উত্তর দিল্লির ভালাসওয়ার কাছে স্বরূপ নগর এলাকায়।
মৃত নাবালকের নাম আশিস। কয়েক মাস আগে তার বাবার সঙ্গে ঝামেলা হয় অভিযুক্ত যুবকের। তারই বদলা নিতে সাইকেল কিনে দেওয়ার নাম করে গত ৭ জানুয়ারি আশিসকে বাড়িতে ডেকে আনে অভদেশ। তারপর আটকে রেখে জিজ্ঞাসা করে তার নামে বাড়িতে কী আলোচনা হয়। সে জানায়, অভদেশের বাড়িতে আসতে মানা করা হয়েছে। কারণ, সে খারাপ। তখন রেগে গিয়ে নাবালককে শ্বাসরোধ করে খুন করে অভদেশ। এরপর ঘরেই বিছানার নিচে স্যুটকেশে ভরে রাখে দেহ। তার কিছুদিন পর নাবালকের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা চাওয়ার ছক কষেছিল। চেষ্টা করেছিল দেহ সরিয়ে ফেলার। কিন্তু ওই এলাকায় জোরদার পুলিশি পাহারা থাকায় তা পারেনি।
এদিকে নিখোঁজের দিনই থানায় অভিযোগ দায়ের করা আশিসের পরিবার। তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের সময় অভদেশকে নিয়ে সন্দেহ হয়। ঘরে তল্লাশি চালিয়ে স্যুটকেশ থেকে আশিসের বিকৃত দেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়ে অভদেশ। খুনের কথা শিকার করে।