ভোপাল, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়া সুনিশ্চিত করতে একগুচ্ছ ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার কৃষকদের এক কনভেনশনে তিনি জানান, কৃষি উত্পাদনশীলতা স্কিম-এর আওতায় কৃষকদের ধান ও গমে কুইন্টাল পিছু ২০০ টাকা সহায়ক মূল্য দেওয়া হবে |
সোমবারই বিজেপি শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বিধানসভায় বাজেট অধিবেশনে কৃষি ক্ষেত্রে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করার কথা ঘোষণা করেছিলেন| এর পর কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বিজেপি শাসিত অন্য একটি রাজ্য মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারও সেই পথেই হাটলো | মঙ্গলবার কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়া সুনিশ্চিত করতে একগুচ্ছ ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষি উৎপাদনশীলতা স্কিম-এর আওতায় কৃষকদের ধান ও গমে কুইন্টাল পিছু ২০০ টাকা সহায়ক মূল্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন কৃষকদের এক কনভেনশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গমে প্রতি কুইন্টালে ১৭৩৫ টাকা সহায়ক মূল্য আগেই ঘোষণা করেছেন। তার সঙ্গে এই টাকা জুড়লে অর্থ সাহায্য বেড়ে হবে কুইন্টালে প্রায় ২ হাজার টাকা।
মুখ্যমন্ত্রী বলেন, ২০১৬-১৭র রবি মরসুমে সহায়ক মূল্যে ৬৭.২৫ লক্ষ মেট্রিক টন গম ‘ই’ পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে। ৭.৩৮ লক্ষ কৃষককে ১৩৪০ কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৭-র খরিফ মরসুমে সহায়ক মূল্যের বিনিময়ে ১৬.৫৯ লক্ষ মেট্রিক টন ধান ‘ই’ পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে। ২.৮৩ লক্ষ চাষিকে ৩৩০ কোটি টাকা দেওয়া হবে। ২০১৭-১৮য় ভবান্তর ভুগতন যোজনায় ছোলা, মুসুরি ডাল ও সরষে, ২০১৮-য় পেঁয়াজকে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। আরও বেশ কিছু কৃষক কল্যাণমূলক ব্যবস্থার কথা শিবরাজ জানান, যার মধ্যে ১২০০ কোটি টাকা ঢেলে চম্বলের রুখাসুখা জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা হবে।
চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখেই তাঁর এসব ঘোষণা বলে মনে করা হচ্ছে।