BRAKING NEWS

মোদীর ইশারায় চলতে থাকা নাদভিকে সামাজিক ভাবে বয়কট করা উচিত : অসাউদ্দিন ওয়েসি

হায়দরাবাদ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা সলমন হুসেন নাদভির বিরুদ্ধে তোপ দাগলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইস্তাহাদুল মুসলিমিন দলের সুপ্রিমো অসাউদ্দিন ওয়েসি| সম্প্রতি নাদভির রাম মন্দির নির্মানের সমর্থনের মুখ খোলায় তার বিরুদ্ধে তোপ দেগে ওয়েসির মন্তব্য, ‘মোদীর ইশারায় চলতে থাকা নাদভিকে সামাজিক ভাবে বয়কট করা উচিত|
তিনি নাদভির উদ্দেশ্যে বলেন, ‘আপনি তো ২০০১ সালে শুধুমাত্র শরীয়েত মেনে ফতোয়া জারি করে বলতেন বাবরি মসজিদ নিয়ে কোনও সমঝোতা হবে না| এখন এমন কি হল যে তিনি মোদীর সুরে সুর মেলাতে হচ্ছে|
উল্লেখ্য, সম্প্রতিক কালে নাদভি ধর্মগুরু শ্রীশ্রী রবি শঙ্করের সঙ্গে বৈঠক চলা কালিন কথা প্রসঙ্গে বলেছিলেন, রামমন্দির নির্মানের জন্য জমি ছেড়ে দেওয়া উচিত| নাদভির এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে| এর পরেই পার্সোনাল ল বোর্ড তাকে বিশ্বাস ঘাতক তকমা দিয়ে বরখাস্ত করে| বোর্ড বলেছে, তারা হল শরীয়ত আইন রক্ষা ও মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখার সংগঠিত মঞ্চ। এই ঐক্য যে কোনও ভাবে হোক, রক্ষা করতে হবে। বোর্ড যে সিদ্ধান্তই নিক তা হাসিমুখে মেনে নিতে হবে, প্রত্যেক মুসলমানকে প্রস্তুত থাকতে হবে আত্মত্যাগের জন্য। ইসলাম সম্পর্কে ভুল ধারণার ইতি করার পাশাপাশি শরীয়ত আইন যে মানবস্বার্থপন্থী তা বোঝানোর পক্ষে তারা সওয়াল করেছে।
এর পরেই ওয়েসির এদিনের বক্তব্য সামনে এসেছে| যেখানে তিনি বলেছেন, যদি মুসলিমরা বাবরি মসজিদের জমি ছেড়ে দেয় তাহলে দক্ষিন পন্থীরা আগামী দিনে অন্য মসজিদ গুলিকেও টার্গেট করবে| ওয়েসি একটি জনসভায় নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, মুসলিমদের ব্যাপারে মোদী অপ্রয়োজনীয় ভাবে হস্তক্ষেপ করছেন| পাশাপাশি তিনি বলেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড যাতে বাবরি মসজিদের ব্যাপারে কোনও রকম সমঝোতা না করে| সুপ্রিম কোর্টেই এই মামলার নিষ্পত্তি হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *