জম্মু, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিতর্কিত ন্যাশনাল কনফারেন্স বিধায়ক আকবর লোনের গ্রেফতারের দাবিতে সরব হয়ে ওঠেন বিজেপি বিধায়কেরা। সোমবার জম্মু ও কাশ্মীরের বিধানসভায় বান্দিপোড় জেলার সোনাওয়ারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আকবর লোনের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন একদল বিজেপি বিধায়ক। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করারও দাবি জানাতে থাকে তারা। পাশপাশি সোপিয়ানে গুলি চালানোর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেটা তুলে নেওয়ার দাবি জানাতে থাকেন বিজেপি বিধায়কেরা।
এই বিষয়ে বিজেপি বিধায়ক রমেশ অরোরা জানিয়েছেন, একজন বিধায়ক যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন তার কাছ থেকে পাকিস্তানপন্থী স্লোগান আশা করা যায় না। আমরা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বিধায়ক পদ থেকে তাকে সাসপেন্ড করারও দাবি জানাচ্ছি।
একই কথা জানিয়েছেন সুরিন্দর আমবারদাঁর। এই বিষয়ে তিনি বলেন, পাকিস্তানপন্থী স্লোগান তুলে সংবিধানের মৌলিক আইনকে তিনি লঙ্ঘন করেছেন। তাই আমরা মনে করি তার বিরুদ্ধে এফআইআর হওয়া দরকার।
উল্লেখ্য, সুঞ্জওয়ানে সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রতিবাদে গত শনিবার জম্মু ও কাশ্মীরে প্রতিবাদ করে বিজেপি বিধায়করা। তখনই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করতে থাকেন বিধায়ক আকবর লোন। এই বিষয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা জুনেদ মাট্টু জানিয়েছেন, এটি দলের বক্তব্য নয়। তবু এই নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক অব্যহত। রবিবার এই বিষয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা বলেন, এটি দলের বক্তব্য নয়। আমরা ভারতের অংশ। এবং আমরা ভারতের অংশ হয়েই থাকব। পৃথিবীর কোনও শক্তিই আমাদের ভারত থেকে ছিন্ন করতে পারবে না।