জম্মু, ১১ ফেব্রুয়ারি(হি.স.): ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক আকবর লোনের একটি মন্তব্যকে ঘিরে গোটা দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। শনিবার জম্মু ও কাশ্মীরের বিধানসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করতে থাকেন বান্দিপোড় জেলার সোনাওয়ারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আকবর লোন। রবিবার এই প্রসঙ্গে ড্যামেজ কন্ট্রোলে নামেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আব্দুল্লা। এই বিষয়ে তিনি বলেন, এটি দলের বক্তব্য নয়। আমরা ভারতের অংশ। এবং আমরা ভারতের অংশ হয়েই থাকব। পৃথিবীর কোনও শক্তিই আমাদের ভারত থেকে ছিন্ন করতে পারবে না।
উল্লেখ্য, সুঞ্জওয়ানে সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রতিবাদে শনিবার জম্মু ও কাশ্মীরে প্রতিবাদ করে বিজেপি বিধায়করা। তখনই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করতে থাকেন আকবর লোন। এই বিষয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা জুনেদ মাট্টু জানিয়েছেন, এটি দলের বক্তব্য নয়। তবু এই নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক অব্যহত।