চন্ডীগড়, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : নির্ভয়া কান্ডের ছায়া এবার দেখা গেল পাঞ্জাবের লুধিয়ানাতে৷ সূত্রের খবর, পেশায় বিউটিশিয়ান এক তরুণীকে চলন্ত গাড়িতে তুলে নিয়ে তাকে গণধর্ষণ করে কিছু যুবক৷ অভিযুক্তরা মহিলার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে৷ গণধর্ষণের পর নির্যাতিতাকে অভিযুক্তরা জলন্ধরে বাইপাসের কাছে একটি নির্জন স্থানে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়৷ এই ঘটনায় পুলিশ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷
ভারতীয় দণ্ডবিধিতে ৩৭৬ ডি ধারা(গণধর্ষণ), ১২০ বি, পকসোর ধারা ৩ এবং ৪ এবং এসি/এসটি আইনের ধারা ৩-এর ভিত্তিততে জলন্ধরের বাসিন্দা বলবিন্গর সিং, কুলবিন্ত সিং ওরফে বাবা, লুধিয়ানার হরদীপ সিং এবং জস্সির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷ নির্যাতিতা তাঁর বয়ানে জানিয়েছে, গত ৫ ফেব্রুয়ারি বাবা-মা-এর অনুপস্থিতি অভিযুক্তরা তার বাড়িতে এসেছিল৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্তদের সঙ্গে এক মহিলা ছিল যে জানায়, ব্রাইডাল মেক আপের জন্য বিউটিশিয়ানের প্রয়োজন৷ তারপরেই তাঁকে নিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয় অভিযোগকারিণী৷
নির্যাতিতা জানায়, জলন্ধর বাইপাস থেকে একটি হুইলচেয়ারে করে নিজের বন্ধুর বাড়িতে কোনরকমে পৌঁছয়৷ অভিযুক্তরা তাকে গাড়ি থেকে নামানোর আগে কাউকে কিছু না বলার হুমকি দেয়৷ অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে৷