BRAKING NEWS

সিপিএমের বিরুদ্ধে জনতার আদালতে বিজেপির চার্জশিট

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ সিপিআইএম এর বিরুদ্ধে বিজেপি শুক্রবার জন-আদালতে চার্জশিট দাখিল করেছে৷ বাম জমানার বিভিন্ন হত্যাকাণ্ড এবং কেলেঙ্কারিতে বামফ্রন্ট সরকারে মন্ত্রী এবং শাসকদলের নেতাদের দোষঈ সাব্যস্ত করে এই চার্জশিট প্রকাশ্যে আনা হয়েছে৷

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই চার্জশিটটি প্রকাশ করেন৷ তিনি বলেন, রাজ্যের বামপ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং হ্যতার অনেক অভিযোগ রয়েছে৷ শুধু তাই নয় তথ্য লোপাটও করা হয়েছে৷ রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দল সিপিআইএমকে এই সব বিষয়ে জনগণের সামনে জবাব দিতে হবে৷ ভোট গ্রহণের সময় এগিয়ে এসেছে৷ কিন্তু এতদিন শুধু কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী এবং অন্যান্য রাজ্য সরকার গুলির বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও অন্যান্য নেতারা শুধু সমালোচনা করে আসছেন৷ কিন্তু এখন তাদের জবাব দিতে হবে রাজ্যের বামফ্রন্ট সরকার রাজ্যের জনগণের সঙ্গে কি করেছে৷

তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন, ত্রিপুরার মানুষের নিজস্ব বিষয়গুলির সঙ্গে যুক্ত৷ লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তারা সমালোচনা করতেই পারে৷ কিন্তু এখন রাজ্যের ইস্যু গুলিতে জবাব দিতে হবে৷ সে অনুযয়ী ভোটাররাই সিদ্ধান্ত নেবেন এই সরকারকে আর ক্ষমতায় টিকিয়ে রাখবেন কিনা৷  রাম মাধব জানিয়েছেন, সিপিআইএম আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই অস্ত্র সন্ন্যাস নিয়ে নিয়েছে৷ নির্বাচনী যুদ্ধ থেকে পলায়নের চেষ্টা করছে৷ পরাজয়ের আতঙ্কে এখন সন্ত্রাস সৃষ্টি করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *