নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ পূর্বোত্তরে বিজেপির চিন্তাধারার কোন স্থান নেই৷ কারণ, এই অঞ্চলে এখনও বিজেপি পরনির্ভর হয়ে রয়েছে, নিজেদের চিন্তাধারার ভিত শক্তিশালী করতে পারেনি৷ তাই, এআইসিসির সাধারণ সম্পাদক সি পি যোশী দাবি করেন ত্রিপুরাতেও বিজেপির কোন স্থান হবে না৷
শুক্রবার সাংবাদিকদের সাথে মত বিনিমিয় সভায় এই দাবি করে সি পি যোশী বলেন, কংগ্রেস সহ বিভিন্ন আঞ্চলিক দলের উপরই পূর্বোত্তরে নির্ভরশীল বিজেপি৷ কারণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিধায়করা দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাতেই তারা মনে করছেন বিজেপি শক্তিশালী হয়ে উঠেছে৷ তাঁর কথায় পূর্বোত্তরের সংসৃকতি এবং বাস্তব পরিস্থিতির সাথে মিল খায় না বিজেপির নীতি৷ তাদের চিন্তাধারার সাথে এই অঞ্চলে বিরাট ফারাক রয়েছে৷ শ্রী যোশী বলেন, বিজেপির নীতিতে বিশ্বাসী এমন নেতাদের নিয়ে সংগঠন মজবুত হয়নি৷ কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলের নেতা বিধায়করা বিজেপিতে যদি যোগ না দিতেন তাহলে দলের এই বাড়বারন্ত হত না৷ তাঁর সাফ কথা, বিজেপির চিন্তাধারা পূর্বোত্তরে কোন স্থান পাবে না৷ এই যুক্তিতে ত্রিপুরাতেও বিজেপির চিন্তাধারার স্থান হবে না বলে দাবি করেন সি পি যোশী৷
এদিন তিনি আরও বলেন, সারা দেশেই বিজেপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে৷ সম্প্রতি গুজরাট এবং রাজস্থানে উপনির্বাচনে তা প্রতিফলিত হয়েছে৷ বিজেপির নীতির প্রতি শরিক দলগুলিও এখন ক্ষোভ প্রকাশ করছে৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপির জোটসঙ্গী হয়েও দাবী আদায়ে চিৎকার চেচামেচি করতে হচ্ছে৷ শ্রীযোশীর বক্তব্য, আগামীদিনে সারা দেশে বিজেপি আরও ব্যাকফুটে যাবে৷ কারণ, তাদের নীতির প্রতি মানুষ ক্রমশ আস্থা হারাচ্ছেন৷ তাই তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস আবারও ঘুরে দাঁড়াবে৷