নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনের প্রাক মুহুর্তে প্রচার চলাকালীন টাকারজলায় সিপিএম ও আইপিএফটির মধ্যে সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল৷ সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস সহ শূণ্যে গুলিও ছুড়তে হয়েছে৷ শুক্রবার দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষে তিন পুলিশকর্মী সহ বহু কর্ম সমর্থক আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷
এদিন, টাকারজলা বিধানসভা কেন্দ্রের অমরেন্দ্রনগরের মহরম বাজারে বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষ বাধে৷ উভয় দলের অভিযোগ প্রচারে বাধা দিতেই তাদের উপর আক্রমণ করা হয়েছে৷ এই ঘটনায় সিপিএম ও আইপিএফটির পক্ষ থেকে থানায় পৃথক মামলা করা হয়েছে৷ এদিন অমরেন্দ্রনগর ফাঁড়ির ওসি ভরত দেববর্মা, বিশ্রামগঞ্জ থানার এসআই রিংমণি হালাম সহ অন্য এক পুলিশ কর্মী আহত হন৷ পুলিশ আক্রান্তের ঘটনায় রাজ্যজুড়ে এক অস্থির বাতাবরণ কায়েম হয়েছে৷
এদিন, এক প্রেস বিবৃতিতে সিপিএম রাজ্য কমিটি জানিয়েছে, আজ টাকারজলা বিধানসভা কেন্দ্রে বিজেপি-আইপিএফটি জোটের আইপিএফটি দুর্বৃত্তরা সিপিআই(এম) কর্মী-সমর্থকদের ওপর বেপরোয়া আক্রমণ চালিয়েছে৷
আজ সকাল ১১ টা নাগাদ সিপিআইএম প্রার্থী রমেন্দ্র দেববর্মা অমরেন্দ্র নগরের সোনাচরণ পাড়ায় প্রচার সভায় যাওয়ার পথে আইপিএফটি দুর্বৃত্তরা লোহার রড, দা, কিরিচ, কুড়াল ইত্যাদি অস্ত্র নিয়ে সিপিআইএম স্বেচ্ছাসেবকদের গাড়ি আক্রমণ করে ১৭ জনকে আহত করে৷ কয়েকজনের আঘাত গুরুতর৷
পরবর্তী সময় দুপুর ১২ টা নাগাদ আইপিএফটি দুর্বৃত্তদের আরেকটি সশস্ত্র দল টাকারজলার সিপিআইএম অপিস আক্রমণ করে ভাঙচুর করে বেশ কয়েকজন কর্মীকে আহত করে৷ অন্য একটি আইপিএফটি দুর্বৃত্ত দল বৃদ্ধির বাজার ও সোমবারিয়া বাজারে সিপিআইএম অফিস ভাঙচুর করে এবং মহিলাদের পর্যন্ত মারধোর করে৷ তিনটি আক্রমণের ঘটনায় আহতদের জিবি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷
বিকেলে আইপিএফটি দুর্বৃত্তরা জম্পূইজলায় বিধায়ক নিরঞ্জন দেববর্মা ও পার্টির মহকুমা সম্পাদকমন্ডলী সদস্য রঞ্জন দেববর্মার বাড়ি পুড়িয়ে দেয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে মিছিল করে৷
টাকারজলা কেন্দ্রের আইপিএফটি প্রার্থী নরেন্দ্র চন্দ্র দেববর্মার প্ররোচনাতেই আজ এসব আক্রমণ সংগঠিত হয়েছে বলে সিপিএম বিবৃতিতে দাবি করেছে৷ সিপিআইএমর পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার, পর্যবেক্ষক, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে৷
সিপিআইএম টাকারজলা কেন্দ্রে আইপিএফটির হিংস্র আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার দাবি করছে৷ ওই কেন্দ্রে সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছে৷
এদিকে, আইপিএফটির সভাপতি এন সি দেববর্মার অভিযোগ অমরেন্দ্রনগর মহরম বাজারে দলের বুথ অফিসে সিপিএম কর্মীরা আক্রমণ করেছে৷ এই ঘটনাকে ঘিরে উত্তেজনায় সিপিএমের আক্রমণে আইপিএফটির সাতজন কর্মী আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এন সি দেববর্মা জানিয়েছেন৷ তিনি বলেন,প্রচার শেষে ফেরার পথে মহরম বাজারে আইপিএফটির বুথ অফিসে হঠাৎ আক্রমণ চালায় সিপিএম কর্মীরা৷ তখন সেখানে জনাকয়েক আইপিএফটির কর্মী উপস্থিত ছিলেন৷ সিপিএম কর্মীরা তাদের মারধর করেছেন৷ সাথে আইপিএফটির পার্টি অফিস ভাঙচুর করেছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপর আক্রমণ চালায় সিপিএম কর্মীরা৷ এন সি দেববর্মার বক্তব্য সিপিএম কর্মীদের আক্রমণে তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন৷ এই ঘটনায় আইপিএফটি বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস সহ শূণ্যে গুলি চালায় বলে জানান এন সি দেববর্মা৷ শূণ্যে গুলি চালানোর ফলে পাশের রাবার বাগানে আগুন লেগে যায়৷ দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ এন সি দেববর্মার বক্তব্য আইপিএফটিকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দিতেই সিপিএম পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করছে৷