BRAKING NEWS

খোয়াইয়ে ফ্লায়িং স্কোয়াড উদ্ধার করল বিস্তর সচিত্র ভোটার পরিচয়পত্র, সবগুলিই বৈধ বললেন সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ আগরতলা থেকে খোয়াই হয়ে কমলপুর যাওয়ার পথে একটি গাড়ি থেকে প্রচুর

শুক্রবার খোয়াইয়ের চেরমাতে উদ্ধার হয়েছে বিস্তর সংখ্যায় সচিত্র ভোটার পরিচয়পত্র৷ ছবি নিজস্ব৷

পরিমাণে সচিত্র ভোটার পরিচয়পত্র উদ্ধার হয়েছে৷ ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে৷ এদিকে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই ঘটনার বাস্তবতা এবং সচিত্র ভোটার পরিচয়পত্রের বৈধতা সম্পর্কে জানতে চেয়েছে সিপিআইএম৷ এই ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে সমস্ত সচিত্র ভোটার পরিচয়পত্র বৈধ বলে খবর মিলেছে, জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী৷

এদিন, আগরতলা থেকে খোয়াই হয়ে কমলপুর যাওয়ার পথে খোয়াইয়ের চেরমা হাইসুকল এলাকায় একটি মারুতি ইকো গাড়ি থেকে প্রচুর পরিমাণে সচিত্র ভোটার পরিচয়পত্র উদ্ধার হয়েছে৷ টিআর০৪-৪১৮১ নম্বরের মারুতি ইকো গাড়িতে করে চালক অমরেশ দেব আগরতলা থেকে সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি কমলপুর নিয়ে যাচ্ছিলেন৷ চেরমা হাইসুকল এলাকায় ফ্লাইং স্কোয়াডের টিম গাড়িতে তল্লাশি চালিয়ে সচিত্র ভোটার পরিচয়পত্র উদ্ধার করে৷ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং সচিত্র ভোটার পরিচয়পত্র সমেত গাড়ি ও চালককে থানায় নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, ১৪২৮ টি সচিত্র ভোটার পরিচয়পত্র উদ্ধার হয়েছে৷ প্রচুর সংখ্যায় এভাবে সচিত্র ভোটার পরিচয়পত্র উদ্ধারের ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে৷ তবে এর আসল রহস্য এখনও স্পষ্ট হয়নি৷ ভোটার পরিচয় পত্রগুলি জাল কিনা তা নিয়েও প্রশ্ণ উঠেছে৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ রাজ্যের সবকয়টি থানাকে সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করা হয়েছে৷

এই ঘটনায় রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে সিপিআইএম জানতে চেয়েছে উদ্ধার হওয়া সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি জাল নাকি বৈধ৷ মুখ্য নির্বাচন আধিকারিককে লেখা চিঠিতে সিপিএম বলেছে, গাড়ির চালক অমরেশ দেবের বক্তব্য অনুসারে আগরতলার বাসিন্দা সুমন পাল তাকে সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি কমলপুরের ইআরও তথা মহকুমা শাসকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছিলেন৷ এই ঘটনায় সিপিআইএম কিছু প্রশ্ণ তুলে জানতে চেয়েছে, সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি বেসরকারি ফটো প্রিন্টিং সংস্থা থেকে তৈরি করা হয়েছে কিনা৷ সাথে জানতে চেয়েছে, সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরি করার পর প্রস্তুতকারক সংস্থা থেকে কি পদ্ধতিতে সেগুলি সংগ্রহ করা হয়৷ সাথে সিপিএম যোগ করেছে, এভাবে সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরি করে সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের বৈধ অনুমোদন প্রদান করা হয়েছে কিনা৷ এদিকে, যদি ঐ সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি বৈধ হয়ে থাকে তাহলে প্রস্তুতকারক সংস্থা সেই সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি জাল করেছে কিনা সে বিষয়েও নিশ্চয়তা দাবি করেছে সিপিএম৷ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সচিত্র ভোটার পরিচয়পত্র অবৈধভাবে ব্যবহার রোধে তদন্তের দাবি জানিয়েছে সিপিএম৷

এবিষয়ে মুখ্যনির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি বৈধ বলেই খবর মিলেছে৷ তিনি জানান, প্রিন্টিং মেশিনে গোলযোগের কারণে ইআরও তথা কমলপুরের মহকুমা শাসক আগরতলায় একটি ছাপাখানায় সচিত্র ভোটার পরিচয়পত্র প্রস্তুত করতে দিয়েছিলেন৷ সমস্ত সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি নতুন ভোটারের৷ তিনি জানিয়েছেন, খোয়াই জেলা নির্বাচন আধিকারিক এই ঘটনায় তদন্ত করবেন এবং ধলাই জেলা নির্বাচন আধিকারিক সমস্ত সচিত্র ভোটার পরিচয়পত্র বৈধ কিনা তার প্রমাণ দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *