BRAKING NEWS

শঙ্করাচার্যের ‘পত্তাভিশেকা’ রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করলেন নেপালের রাজা

পুরী, ৯ ফেব্রুয়ারি (হি.স.): পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর স্মরণে আয়োজিত আধ্যাত্মিক অনুষ্ঠান ‘পত্তাভিশেকা’ রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করলেন নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব| শুক্রবার পুরীর গোবর্ধন মঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্করাচার্য এবং পুরীর রাজা গজপতি দিব্য সিং দেব| দু’দিন ব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে, সম্ভবত শনিবারও অনুষ্ঠানে যোগ দেবনে নেপালের রাজা| আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন হিন্দু ধর্মাবলম্বী, বিশিষ্ট পণ্ডিত এবং গোটা দেশ থেকে আগত বহু মানুষজন|

আগামী ১১ ফেব্রুয়ারি, রবিবার পুরীর শ্রী জগন্নাথ মন্দির দর্শন করবেন নেপাল নরেশ| শতাব্দী প্রাচীন প্রথা অনুযায়ী, নেপালের রাজকীয় পরিবারের সদস্যরা পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষাধিকার পেয়ে থাকেন| এছাড়াও রত্না বেদে উঠতে পারেন তাঁরা| রবিবার মন্দিরে সিংহদ্বারে নেপালের রাজাকে স্বাগত জানাবেন পুরীর রাজা গজপতি দিব্য সিং দেব এবং শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রতিনিধিগণ| প্রসঙ্গত, রবিবার সকাল ন’টা থেকে বারোটা পর্যন্ত মন্দিরের সিংহদ্বার জনসাধারাণের জন্য বন্ধ থাকবে|

 এই মুহূর্তে ৬ দিনের ওডিশা সফর কাটাচ্ছেন নেপালের রাজা বিক্রম শাহ দেব| গত ৭ ফেব্রুয়ারি তিনি ওডিশায় এসেছিলেন| বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি তিনি আন্তর্জাতিক গৌ সম্বর্ধনা মহোত্সব-এ যোগ দেন| শুক্রবার তিনি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির দর্শন করেন| ওডিশা সফর শেষে ১২ ফেব্রুয়ারি ফিরে যাবেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *