নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ ফেব্রুয়ারি৷৷ কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করে এরাজ্যে
বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য জনগণের প্রতি আহ্বন জানালেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল৷ বুধবার তেলিয়ামুড়া টাউন হলের সামনে বিজেপি ও আইপিএফটি জোটের তিনজন প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বানন্দ সানোয়াল রাজ্য বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ তিনি অভিযোগ করেন, কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পে প্রচুর টাকা পাচ্ছে রাজ্য সরকার৷ কিন্তু, কাঙ্খিত উন্নয়ন হয়নি৷ প্রতিবেশী রাজ্য আসামে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণের আর্থ সামাজিক মানোন্নয়ন ঘটেছে৷ এই রাজ্যে বেকারদের সঠিক কোন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি বামফ্রন্ট সরকার৷ নেই কোন শিল্প স্থাপনের উদ্যোগ৷ রাস্তাঘাটেরও সমস্যা রয়েছে৷ জলের জন্য মহিলাদের কয়েক কিলোমিটার দূর পর্যন্ত হেটে যেতে হয়৷ শান্তি শৃঙ্খলা শুধুমাত্র রাজ্য সরকারের অবদান নয়৷ কেন্দ্রের মোদি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা দেশেই শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে৷ তিনি অভিযোগ করেন ত্রিপুরায় নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে৷ এসব থেকে মুক্তি পেতে রাজ্যের জনগণ আসন্ন বিধানসভা নির্বাচনে চলো পাল্টাইয়ের ডাক দিয়েছেন বলে সানোয়াল উল্লেখ করেন৷