BRAKING NEWS

একই দোকানে তেইশ বছরে ত্রিশবার চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ তেইশ বছরের ব্যবসায়ীক জীবনে এক বিক্রেতার দোকানে ত্রিশবার চুরি৷ ঘটনাটি ঘটেছে কিল্লা থানাধীন আঠারভোলা বাজারে৷ ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের  ন্যায় আঠারভোলা বাজারের মিস্টি বিক্রেতা মঙ্গল মিঞা দোকান খুলতে গিয়ে দেখতে পায়৷ দোকানের দরজা ভাঙ্গা, দোকানের সামনে বিভিন্ন মিষ্টি পরে রয়েছে৷ দোকানের ভেতরে প্রবেশ করে দেখে মিস্টি নেই৷ ফ্রিজের ঠান্ডা পাণীয় জল নেই প্রায় কুড়ি হাজার টাকা সামগ্রী চুরি হয়েছে৷ তিনি বলেন তেইশ বছর হয়েছে, আঠারভোলা বাজারে ব্যবস্থা করেন৷ মোট ত্রিশবার এই দোকানে চুরি হয়৷ বহুবার বাহু সম্পদ দুসৃকতি লুন্ঠন করে নিয়ে যায়৷ পুলিশকে খবর দিলেও এখনও পর্যন্ত চোরকে আটক করতে পারল না কিল্লা থানার পুলিশ৷ প্রতিদিন দোকান বন্ধ করে সন্ধ্যায় বাড়ীতে চলে যান৷ মঙ্গলবারও দোকান থেকে বাড়ীতে ফিরে বুধবার সকালে বাজারে গিয়ে দেখেন দোকানে চুরি হয়েছে৷ বাজারটি উপজাতি অধ্যুষিত এলাকায়৷ ব্যবসায়ী মঙ্গল অভিযোগ করেন, কিল্লা থানার পুলিশ বারবার চুরির ঘটনার পর এসে তদন্ত করবে বলেও আজ অব্দি কিছুই করতে পারেনি৷ বাজারটি বেশ বড় হলেও ওই বাজারে নেই রাত্রীকালীন জরুরী বিদ্যুৎ ব্যবস্থা৷ নেই নৈশপ্রহরী৷ নেই পুলিশের কোন টহলদারী৷ বহুবার থানায় পুলিশের টহলের ব্যবস্থা করার জন্য দাবী জানানো হয়েছে৷ কিন্তু কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ অবিলম্বে বাজারে রাত্রিকালীন পুলিশী টহলের ব্যবস্থা করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন৷ তা না হলে এইভাবে বাজারের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটবেই৷ মঙ্গল মিঞা জানিয়েছেন গত দেওয়ালীর পর এই পর্যন্ত তাঁর দোকানে দশবার চুরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *