BRAKING NEWS

রাফায়েল কেলেঙ্কারি নিয়ে নিরব প্রধানমন্ত্রী, আক্রমণ রাহুলের

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের জবাবি ভাষণ প্রধানমন্ত্রীর| জবাবি ভাষণ দিতে গিয়ে বুধবার সংসদে বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিরোধীদের তুমুল হট্টগোলের কারণে প্রধানমন্ত্রী এক সময় বললেন, ‘বিরোধীদের প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই আছে| তবে, ব্যাঘাত ঘটানোর অধিকার নেই|’ তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর ভাষণের মাঝেই হইহট্টগোল করতে থাকেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা| কংগ্রেসের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা একটি পরিবারের গান গেয়ে গিয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেননি|’
জবাবি ভাষণকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘এক ঘন্টারও বেশি সময় ধরে তিনি বক্তব্য রেখেছেন, অথচ রাফায়েল চুক্তি সম্পর্কে একটি শব্দও খরচ করেননি| তিনি (প্রধানমন্ত্রী) কৃষকদের সম্পর্কে কোনও কথা বলেননি, কথা বলেননি যুবকদের কর্মসংস্থান নিয়ে| সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য ছিল|’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আরও বলেছেন, ‘আমার মনে হয় মোদী জি ভুলে গিয়েছেন, তিনি এখন প্রধানমন্ত্রী| গত চার বছরে তাঁর সরকার কি কাজ করেছে, সে বিষয়ে তিনি জবাব দিতে বাধ্য| তাঁকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সর্বদা বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ করতে হবে|’
রাফায়েল চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কখনই দুর্নীতি বরদাস্ত করবেন না| অথচ, এখন রাফায়েল কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের রক্ষা করছেন| রাফায়েল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ? বিমান কিনতে কত টাকার চুক্তি হয়েছিল?’ শুধু রাহুল গান্ধীই নন, প্রধানমন্ত্রী এদিন আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর| শশীর কথায়, ‘প্রধানমন্ত্রী খুব ভালো বক্তা হতে পারেন| কিন্তু, তাঁর বক্তব্য অর্ধ সত্য|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *