BRAKING NEWS

আগুন-আতঙ্ক অব্যাহত মহারাষ্ট্রে, গোরেগাঁও-এ কাপড়ের মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্র জুড়ে আগুন-আতঙ্ক অব্যাহত| মুম্বই, থাণে ও আকোলার পর এবার আগুন-আতঙ্ক মুম্বইয়ের শহরতলি গোরেগাঁও-এ| বুধবার সকালে গোরেগাঁও-এর ওবেরয় মল-এর সন্নিকটে ইতালিয়ান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এ অবস্থিত একটি কাপড়ের মিলে ভয়াবহ আগুন লাগে| ইতালিয়ান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এর মুলুন্দ লিঙ্ক রোডে অবস্থিত তিন তলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট আটটি ইঞ্জিন ও জলের ট্যাঙ্কার| পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও অ্যাম্বুল্যান্স| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
বৃহন্মমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের আধিকারিকরা জানিয়েছেন, বুধবার সকাল ৭.১৯ মিনিট নাগাদ ফোন করে অবহিত করা হয় ইতালিয়ান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এর মুলুন্দ লিঙ্ক রোডে অবস্থিত একটি তিন তলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ভয়াবহ আগুন লেগেছে| কাপড়ের মিলে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট আটটি ইঞ্জিন ও জলের ট্যাঙ্কার| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুনের সূত্রপাত|
উল্লেখ্য, বিগত প্রায় একমাসেরও বেশি সময় ধরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে| গত ৪ জানুয়ারি মুম্বই শহরতলির মারুল এলাকায় অবস্থিত একটি আবাসিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল দুই শিশুর, এছাড়াও গুরুতর জখম হয়েছিলেন পাঁচ জন| তারপর গত ৬ জানুয়ারি সিনেভিস্তা স্টুডিওতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল একজনের| এখানেই শেষ নয়, গত ৮ জানুয়ারি মুম্বই সেশন আদালতের তিন তলায় ভয়াবহ আগুন লাগে| এরপর গত ১৯ জানুয়ারি লোয়ার পারেল এলাকায়, টোডি মিল কম্পাউন্ডে অবস্থিত নবরঙ্গ স্টুডিওতে বিধ্বংসী আগুন লাগে| শুধু মুম্বই নয়, গত ৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের ‘কটন সিটি’ হিসেবে পরিচিত আকোলা শহরে, এলইডি বাল্ব তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| সাম্প্রতিকালে মহারাষ্ট্রে সবচেয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ২০১৭ সালের ২৯ ডিসেম্বর| মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জনের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *