BRAKING NEWS

১১ দিনে ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল পদ্মাবত

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): বিক্ষোভ, বিরোধকে হেলায় হারিয়ে দিয়ে বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত পদ্মাবত। বক্স অফিসে আয়ের নিরিখে ১০০ কোটি, ১৫০ কোটি টাকার গণ্ডি আগেই পেরিয়েছিল পদ্মাবত। এবার মুক্তি পাওয়ার মাত্র ১১ দিনের মাথায় ২০০ কোটি টাকা গণ্ডি পেরিয়ে গেল পদ্মাবত। রবিবার পর্যন্ত সব মিলিয়ে ২১২ কোটি টাকা আয় করেছে পদ্মাবত। সূত্রের দাবি পদ্মাবতের জৌলুসের কাছে ফিকে হয়ে গিয়েছে অন্যান্য সিনেমা। প্রসঙ্গত প্রথম সপ্তাহে ১৬৬.৫০ কোটি আয় করেছিল পদ্মাবত এখনও দুই সপ্তাহপূর্ণ হয়নি। তার আগেই ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল পদ্মাবত।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, রাণা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। ১৫৪০ সালে সুফি কবি মালিক মহম্মদ জৈসি লেখা বই পদ্মাবতের উপর ভিত্তি করে সিনেমাটি বানিয়েছেন পরিচালক সঞ্চয়লীলা বনশালি। সিনেমাটিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করা রণবীর সিংয়ের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও গত ২৫ জানুয়ারি মুক্তি পায় পদ্মাবত। কর্নি সেনা বিরোধীতাকে উপেক্ষা করেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে পদ্মাবত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *