মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শেয়ার মার্কেটের ইন্দ্রপতন অব্যাহত| এবার রেকর্ড পরিমাণ ধস নামল মার্কিন শেয়ার বাজারে| যার বড়সড় প্রভাব পড়ল ভারত সহ বিভিন্ন দেশের শেয়ার বাজারে| ওয়াল স্ট্রিটে ধসের কারণে রীতিমতো উদ্বেগে বিনিয়োগকারীরা| মার্কিন শেয়ার বাজার পতনের ফলে জোর ধাক্কা লাগল ভারত সহ গোটা বিশ্বে| কেন্দ্রীয় বাজেটের পর থেকে এখনও পর্যন্ত ৫ লক্ষ কোটি টাকার লোকসান হল শেয়ার মার্কেটে|
মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই প্রায় ১২০০ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৩,৪৮২| পতন দেখা গিয়েছে নিফটির সূচকেও| দিনের শুরুতেই নিফটির সূচক দাঁড়ায় ১০,৩০০ পয়েন্টে|শেয়ার মার্কেট এতটাই ধাক্কা খেয়েছে, যে কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের প্রায় ৪,৯৪,৭৬৬ কোটি টাকার ক্ষতি হয়েছে| শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের মতে, ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে ধসের প্রভাবেই ভারত সহ বিভিন্ন দেশের শেয়ার বাজারের এই হাল| শুধু ভারত নয়, শেয়ার বাজার ধসের মুখে পড়েছে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায়|
জাপানের শেয়ার বাজার নিক্কেই-এর সূচক পড়েছে ৪.৬ শতাংশ| অস্ট্রেলিয়ার শেয়ার বাজারের সূচক পড়েছে ৩ শতাংশ| দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারের সূচক পড়েছে ২ শতাংশ| প্রসঙ্গত,সোমবার আমেরিকার শেয়ার বাজারে যে ধস নেমেছে তাতে সূচক পড়েছে ১৬০০ পয়েন্ট|