মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত গোল্ডের টিজার। সিনেমাটি ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতীয় হকি দলের সোনা জয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গোল্ডে অক্ষয় কুমারকে একজন হকি কোচের ভূমিকায় দেখা যাবে। যিনি দেশ এবং হকিতে খুবই ভালবাসেন। স্বাধীনতার আগে থেকে অলিম্পিকে ভারত অংশগ্রহণ করলেও ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকস একটু অন্য রকমের, কারণ সেবারই প্রথমবারের জন্য স্বাধীন দেশ হিসেবে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতার পরে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে ভারত কি করে হকিতে সোনা জিতল, তার উপর ভিত্তি করেই তৈরি এই সিনেয়া।
গোল্ডে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে মৌনি রায়কে। ছোট পর্দার এই অভিনেত্রী গোল্ড সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন। সিনেমাটি পরিচালনা করেছেন রিমা কাগটি এবং প্রযোজনা করেছেন রিতেশ সিডওয়ানি এবং ফারহান আখতার। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে গোল্ড। উল্লেখ্য,এর আগে বলিউডে শাহরুখ খান অভিনীত চক দে ইন্ডিয়া সিনেমাটিও হকির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।