BRAKING NEWS

মালদ্বীপে না যাওয়ার পরামর্শ ভারতীয় বিদেশমন্ত্রকের

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): দ্বীপরাষ্ট্র মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতার জেরে উদ্বিগ্ন ভারত। এই মুহূর্তে সেই দেশে না যাওয়ার জন্য দেশবাসীকে পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, মালদ্বীপে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে। আর তাতে উদ্বিগ্ন ভারত সরকার। সমস্ত ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে প্রয়োজন না পড়লে মালদ্বীপে যাবেন না। যে সব ভারতীয় এখনও মালদ্বীপে রয়েছেন তাদের প্রসঙ্গে বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে যে তারা যেন সতর্ক থাকেন ও নিরাপদ জায়গায় থাকেন এবং যে কোনও রকমের জন সমাবেশ থেকে দূরে থাকেন। উল্লেখ্য, মালদ্বীপে জরুরী অবস্থা ঘোষণা হওয়ার পরেই এই বিবৃতি জারি করা হয় ভারতের বিদেশমন্ত্রক থেকে।

ভারত মহাসাগরে এই ছোট দ্বীপরাষ্ট্রে ১৫ দিনের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। জনগণে সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার মালদ্বীপে খর্ব করা হয়েছে। জরুরী অবস্থা ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে দেশে প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম, প্রধান বিচারপতি আব্দুল্লা সইদ। অন্যদিকে ভারতের সঙ্গে মালদ্বীপের দীর্ঘ কয়েক দশক ধরেই সুসম্পর্ক রয়েছে। সার্কগোষ্ঠীভুক্ত দেশ হিসেবে মালদ্বীপের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি মালদ্বীপে প্রত্যেক বছর বহু ভারতীই বেড়াতে যায়। তাই এই মুহূর্তে সেই সব ভারতীয়দের কথা ভেবেই এই বিবৃতি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *